অদ্য ২৪/০৯/২০১৯ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় " বীজের গুনগতমান নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার এবং বীজ আইন ও বিধিমালা প্রয়োগ " শীর্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণে অঞ্চল ও জেলা পর্যায়ে যোগদানকৃত নবীন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বীজ ফসলের মাঠ পরিদর্শন, মাঠ মান যাচাই ও মাঠ প্রত্যয়ন (ব্যবহারিক); বিভিন্ন ধানের জাত সনাক্তকরণ বৈশিষ্ট্য; বীজের নমুনা সংগ্রহ পদ্ধতি; ব্যবহারিকসহ বীজের বিশুদ্ধতা পরীক্ষা, আর্দ্রতা পরীক্ষা ও অঙ্কুরোদগম পরীক্ষা; বীজের মার্কেট মনিটরিং এর মাধ্যমে বীজমান নিয়ন্ত্রণ; বিদ্যমান বীজ আইন ও বিধিমালা; হাইব্রিড ও ইনব্রিড জাত মূল্যায়ন; টেকসই উন্নয়ন অভীষ্ট এবং ই-ফাইলিং বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।